Bappi Gonosawstha Kendra-বাপ্পী গণস্বাস্থ্য কেন্দ্র
Primary Health Care Centre
Tuesday, 13 April 2021
Sunday, 11 April 2021
হাত ধোঁয়ার পদ্ধতিঃ- * সম্পুর্ণ হাত পানিতে ভেজান। * সম্পূর্ণ হাতে ভালোভাবে সাবান লাগান। * এক হাতের তালু অন্য হাতের তালু দিয়ে ভালোভাবে ঘষুন। * বাম হাতের পেছনের অংশ ডান হাতের তালু দিয়ে ঘষুন। তারপর ডান হাতের পেছনের অংশ বাম হাতের তালু দিয়ে ঘষুন। * বাম হাতের আঙুল ডান হাতের আঙুলের ভেতর ঢুকিয়ে হাতের তালুগুলো ভালোভাবে ঘষুন। * বিপরীত হাতের তালু দিয়ে অন্য হাতের আঙুলের পেছনের অংশ ভালোভাবে ঘষুন। * ডান হাতের তালু দিয়ে আপনার বাম হাতের বৃদ্ধাঙুল ভালোভাবে ঘষুন। অন্য হাতেও একই কাজ করুন। * বাম হাতের তালু দিয়ে ডান হাত আঙুলগুলোকে মার্জন করুন। তারপর অন্য হাতেও একই কাজ করুন। * অবশেষে হাত দুটো ভালোভাবে পানি দিয়ে ধৌত করুন এবং শুকান।
Saturday, 10 April 2021
আতঙ্ক/ ভয় নয়, সচেতনতাই প্রতিরোধ, করোনা ভাইরাস প্রতিরোধে এটাই হোক আমাদের সবার স্লোগান। আসুন আমরা করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধোঁয়া, মুখে মাক্স পরা, জন সমাগম এড়িয়ে যাওয়ার অভাস গড়ে তুলি। করোনা ভাইরাস প্রতিরোধে আসুন সবাই কোভিড-১৯ টিকা গ্রহণ করি। সকলের সুস্থতা কামনায় । #কোভিড-১৯ টিকা এর দ্বিতীয় পর্ব
Wednesday, 7 April 2021
নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন মুলক সতর্ক বার্তা ও ফ্রি মাস্ক বিতরনে উপস্থিত ছিলেন ,, বিরল উপজেলা অাওয়ামী লীগ শাখার সাংগঠনিক সম্পাদক জনাব বিভূতি ভূ্ষণ চন্দ্র সরকার , উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব সাহাজান অালী,পীরগঞ্জ,ঠাকুরগাঁও, বাপ্পি গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডাঃ পবিত্র চন্দ্র সরকার এবং ৮নং ধর্মপুর ইউনিয়নের অটো মালিক সমিতির সভাপতি ও চেইন মাস্টার শফিকুল ইসলাম সহ সকল অটো চালক বৃন্দ।
Saturday, 3 April 2021
Subscribe to:
Posts (Atom)